ফেনী ইউনিভার্সিটিতে গবেষণার কৌশল ও পদ্ধতিগত দিকসমূহ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মে) বিকেলে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ।
এসময় তিনি বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য গবেষণা অপরিহার্য। গবেষণার মাধ্যমে শুধু নতুন জ্ঞান অর্জনই নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব। তিনি তাঁর বক্তব্যে গবেষণার গুরুত্ব, কৌশল এবং পদ্ধতিগত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক হাসান আহমেদের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. রেজওয়ান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম, কলা সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ডিন (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ মাহবুব-উল-আলম, বিভাগীয় প্রধানগণ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।